চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। খ্রীষ্টপূর্ব ৪র্থ শতাব্দীতে এ বন্দরের গোড়াপত্তন ঘটে। ৯ম-১৫তম শতাব্দীতে এ বন্দর ইউরোপীয়ান নাবিকদের নিকট শেতগাং নামে পরিচিত ছিল। ১৬ শতাব্দীতে পর্তুগীজরা এ বন্দর ব্যবহার শুরু করে এবং এটিকে পোর্টে গ্রান্ডে (বৃহৎ বন্দর) নামে অভিহিত করে । চট্টগ্রাম বন্দর বর্তমান অবস্থানে ১৮৮৭ সালের ২৫শে এপ্রিল থেকে এর কার্যক্রম শুরু করে ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্ডিন্যান্স ১৯৭৬ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গঠিত হয় । একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য নিয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত । নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে এ বন্দর পরিচালিত হয় । চট্টগ্রাম বন্দর সমুদ্রপথে দেশের আমদানী রপ্তানীর প্রায় ৯২ শতাংশ পণ্য হ্যান্ডলিং করে । এটি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS