প্রদত্ত সেবাসমূহঃ
· কন্টেইনার হ্যান্ডলিং।
· বাল্ক কার্গো হ্যান্ডলিং।
· শিপিং এজেন্ট বিল প্রণয়ন ও আদায়।
· কনসাইনী বিল প্রণয়ন ও আদায়।
· বন্দর জেটি, বহিঃ নোঙ্গর, মুরিং এলাকায় জাহাজ বার্থিং ও এ সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধায়ন।
· আমদানী রপ্তানী মালামালের সুষ্ঠু রক্ষনাবেক্ষন এবং ডেলিভারী ও শিপমেন্ট করন ।
· আইএসপিএস কোড এর সুষ্ঠু বাস্তবায়ন ।
· পাইলটিং সার্ভিস ।
· টাগ সার্ভিস ।
· বৈদেশিক জাহাজ সমূহকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ।
· বৈদেশিক জাহাজে খাওয়ার পানি সরবরাহ ।
· প্রাইভেট আইসিডি সমূহে কন্টেইনার হ্যান্ডলিং এ সহযোগিতা প্রদান ।
· শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারের জন্য পর্যাপ্ত রেফার প্লাগ পয়েন্ট সুবিধা
· বন্দরে আগমনকারী জাহাজ সমূহ হতে কঠিন ও তৈলক্ত বর্জ্য অপসারন ও পরিশোধন ।
· বন্দরে কর্মরত বেসরকারী শ্রমিকদের যাবতীয় কল্যান মূলক কার্যাদি দেখাশুনা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস